Description
“Writing” ছাত্রজীবনের খুবই অপরিহার্য একটি অংশ। Writing skill এর বিকাশ ছাড়া একাডেমিক জীবনে ভালো নম্বর তোলা খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এর মূল কারণ হচ্ছে, একাডেমিক পড়াশোনায় শিক্ষার্থীদের লেখাভিত্তিক মূল্যায়ন বেশি থাকে, যার মধ্যে essays, reports, assignments, term papers, exam tasks এবং আরো অনেক কিছুই অন্তর্ভুক্ত থাকে।
কি থাকছে আমাদের Phoenix Essay Writing Guide বইয়ে?
এই বইয়ে আমরা নির্দিষ্টভাবে essay writing নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এই বইয়ের অন্যতম প্রধান উদ্দেশ্য হল essay writing এর পদ্ধতিগুলো শেখানো, essay writing এর দক্ষতার বিকাশ করা এবং এর সাথে একাডেমিক writing গুলো দক্ষতার সাথে শিখে নিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্যে প্রস্তুত করা।
Essay writing এমন একটি দক্ষতা যা আমরা প্রত্যেকেই কমবেশি স্কুল বা কলেজ থেকেই শিখে আসি এবং এই দক্ষতাটি শেখা এবং অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে আরো উন্নত করা যায়। স্কুল-কলেজের গন্ডি পেরিয়ে এবার যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির পড়াশোনা করা হয়, তখন essay writing এর পদ্ধতিটি আরেকটু সুনির্দিষ্ট করতে হয় এবং একটি সুসংগঠিত কাঠামো অনুসরণ করতে হয়। এই সুসংগঠিত কাঠামো অনুসরণ করেই আমাদের এই essay writing বইটি লেখার প্রচেষ্টা। স্কুল-কলেজের পাশাপাশি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, যেমন- NSU, BRACU, EWU, UAP, AUST, UIU, AIUB এসকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের টার্গেট করেই আমাদের এই বইটি লেখা। শুধু তাই নয়, আশা করা যায়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও আমাদের essay writing এর গাইডলাইনটি খুব কার্যকর হবে।
বিভিন্ন ভর্তি পরীক্ষার আগে অনেক সময় পর্যাপ্ত গাইডলাইনের অভাবে অনেকেই essay writing নিয়ে ঘাবড়ে যায়, এবং খুবই সাধারণ ও মৌলিক কিছু কাঠামো না জানার ফলে কাঙিক্ষত ফলাফল পাওয়া কঠিন হয়ে পড়ে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য তোমরা এই বইটি অনুসরণ করতে পারো।
এ বইয়ে essay writing এর দক্ষতা বৃদ্ধির অংশ হিসাবে বিভিন্ন ধরনের essay এর বিস্তারিত কাঠামো এবং পর্যাপ্ত অনুশীলন দেয়া আছে, যা আরো সহজে বিভিন্ন ধরনের essay এর ব্যাপারে জানতে, বুঝতে এবং লিখতে সহায়তা করবে। আরো স্পষ্টভাবে বলতে গেলে, এ বইয়ে শুরু থেকে শেষ পর্যন্ত essay এর ধরণ, essay লেখার কলা-কৌশল এবং লেখার কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বইটি নির্ভুল রাখার জনা আমরা একাধিকবার যাচাই করেছি। তবুও, অনেক সতর্কতা অবলম্বনের পরও কিছু ভুল থেকে যাওয়া অসম্ভব নয়, আশা করছি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। তোমাদের যেকোনো গঠনমূলক মতামত আমাদের জন্য মূল্যবান, যা পরবর্তী সংস্করণগুলোতে যেকোনো ত্রুটি সংশোধন করে বইটিকে আরও উন্নত করতে সাহায্য করবে। আমরা বিশ্বাস করি, “Phoenix Essay Writing Guide” তোমার সফলতার পথে একটি নির্ভরযোগ্য গাইড হিসেবে কাজ করবে।
সকল শিক্ষার্থীদের জন্য রইল শুভকামনা। বইটি তোমার সফলতার সঙ্গী হোক, এতেই আমাদের সার্থকতা।